জেনে নিন চাপা পড়া ৭ জনের এই মুহুর্তের অবস্থা

সবার আগে বলে রাখি, যে গাড়ী ও ড্রাইভারকে গ্রেফতার করা হয়েছে।

সেই ৭ জনের মধ্যে ১ জন একদম সবার সামনে থাকায় সে শুধু হালকা করে ধাক্কা খেয়ে দূরে ছিটকে যায়। আল্লাহ বাচাইছে যে, সে ধাক্কা খেয়ে আরেক গাড়ির নিচে পড়ে নাই।

জেনে নিন কেন চাপা দিয়েছে গাড়ি বিমানবন্দরে ৭ জনকে এখানে ক্লিক করে



বাকি ৬ জনের ৩ জন বেশ ভাল জখম হয়েছে। তবে ভয়াবহ কিছু হয়নি। হাত পা বুকের ছাল উঠে গেছে এই ৩ জনের যা সাড়তে ৭ দিনের মত লাগবে বলে ডাক্তার জানিয়েছে।

জেনে নিন কেন চাপা দিয়েছে গাড়ি বিমানবন্দরে ৭ জনকে এখানে ক্লিক করে

অন্য ৩ জনের অবস্থা খুবই গুরুতর তবে মৃত্যুর আশংকা খুব কম। আশাকরা যায় তারা মাস খানেক পড়ে ভাল হয়ে যাবে। তবে ২ জন হাটুতে প্রচন্ড আঘাত পেয়েছে যেটা আরো খারাপ হতেও পারে এবং পা হারাতে হতেও পারে।

১ জনের অবস্থা খুবই শংটাপন্ন তবে আশাকরা যায় বেচে যাবে ইনশাআল্লাহ।

তবে সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে, মহান আল্লাহর অশেষ রহমতে সবাই এখনো বেচে আছে।


Comments

Popular posts from this blog

Hanif Apply Now