Apply Now Skip to main content

Posts

Showing posts with the label Recent Viral News

কী কী থাকছে ১০ তারিখের আওয়ামীলীগ সমাবেশ ও মিছিলে?

  আগামীকাল ১০ অক্টোবর আওয়ামীলীগ বিশাল সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছে। আওয়ামীলীগ তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এই ঘোষনা দিয়েছে। ঘোষনায় সকলে নেতাকর্মী ও সমর্থকদের আসার আহবান জানানো হয়েছে। অন্যদিকে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা আওয়ামীলীগের কোন প্রকার সমাবেশ বা মিছিল সফল হতে দিবেনা। সরকার আরো বলেছে, তারা আওয়ামীলীগকে এসব করা থেকে বিরত রাখার জন্য যা যা করার দরকার তার সবকিছুই করবেন

ভিডিওসহ বর্ননা পড়ুন ও দেখুন আগুনে নরকে পরিনত হয়েছে কুড়িল বিশ্বরোড

কুড়িল বিশ্বরোড এড়িয়াতে আজ ডাবল ডেকারে আগুন লাগে। কেন কিভাবে এই আগুন লাগে তা কেউ বলতে পারেনি। প্রায় ৫ ঘন্টা অবধি এই আগুন জ্বলতে থাকে। ফলে সেখানে তৈরী হয়ে অসহনীয় জ্যাম। জ্যামের কারন জানতে না পেরে যাত্রীরা হাঠতে থাকে এবং কিছুক্ষন পরই দেখতে পায় বাসে আগুনের এই দৃশ্য। অতঃপর তারা ভয়ে দৌড়াতে থাকে। নিচের ভিডিওতে আগুনের লেলিহান শিখা দেখতে পাবেন।

জেনে নিন কেন চাপা দিয়েছে গাড়ি বিমানবন্দরে ৭ জনকে

প্রথমিক জিজ্ঞাসাবাদে গাড়ির চালক জানিয়েছে, হঠাত তার গাড়িং সামনে চাকা ফেটে গিয়ে সম্পুর্ন নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। গাড়ি অন্যদিকে ঘোড়ানোর জানপ্রান চেষ্টা করেও সে গাড়ীকে নিয়ন্ত্রনে আনতে পারেনি। তবে, আরো পর্যবেক্ষন ও তদন্ত শেষে পুলিশ চার্জ শিট দিবে অথবা ফাইনাল রিপোর্ট সাবমিট করবে বলে জানা গিয়েছে

জেনে নিন চাপা পড়া ৭ জনের এই মুহুর্তের অবস্থা

সবার আগে বলে রাখি, যে গাড়ী ও ড্রাইভারকে গ্রেফতার করা হয়েছে। সেই ৭ জনের মধ্যে ১ জন একদম সবার সামনে থাকায় সে শুধু হালকা করে ধাক্কা খেয়ে দূরে ছিটকে যায়। আল্লাহ বাচাইছে যে, সে ধাক্কা খেয়ে আরেক গাড়ির নিচে পড়ে নাই। জেনে নিন কেন চাপা দিয়েছে গাড়ি বিমানবন্দরে ৭ জনকে  এখানে ক্লিক করে বাকি ৬ জনের ৩ জন বেশ ভাল জখম হয়েছে। তবে ভয়াবহ কিছু হয়নি। হাত পা বুকের ছাল উঠে গেছে এই ৩ জনের যা সাড়তে ৭ দিনের মত লাগবে বলে ডাক্তার জানিয়েছে। জেনে নিন কেন চাপা দিয়েছে গাড়ি বিমানবন্দরে ৭ জনকে  এখানে ক্লিক করে অন্য ৩ জনের অবস্থা খুবই গুরুতর তবে মৃত্যুর আশংকা খুব কম। আশাকরা যায় তারা মাস খানেক পড়ে ভাল হয়ে যাবে। তবে ২ জন হাটুতে প্রচন্ড আঘাত পেয়েছে যেটা আরো খারাপ হতেও পারে এবং পা হারাতে হতেও পারে। ১ জনের অবস্থা খুবই শংটাপন্ন তবে আশাকরা যায় বেচে যাবে ইনশাআল্লাহ। তবে সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে, মহান আল্লাহর অশেষ রহমতে সবাই এখনো বেচে আছে।

প্রজ্ঞাপন দেখুন - ছাত্রলীগ নিষিদ্ধের সরকারি প্রজ্ঞাপন