জেনে নিন কেন চাপা দিয়েছে গাড়ি বিমানবন্দরে ৭ জনকে
প্রথমিক জিজ্ঞাসাবাদে গাড়ির চালক জানিয়েছে, হঠাত তার গাড়িং সামনে চাকা ফেটে গিয়ে সম্পুর্ন নিয়ন্ত্রনের বাইরে চলে যায়।
গাড়ি অন্যদিকে ঘোড়ানোর জানপ্রান চেষ্টা করেও সে গাড়ীকে নিয়ন্ত্রনে আনতে পারেনি।
তবে, আরো পর্যবেক্ষন ও তদন্ত শেষে পুলিশ চার্জ শিট দিবে অথবা ফাইনাল রিপোর্ট সাবমিট করবে বলে জানা গিয়েছে
Comments