বেবিচকে চাকরি নিন Skip to main content

বেবিচকে চাকরি নিন

 বিমান 

বাংলাদেশ এয়ারলাইনস লি: Biman BANGLADESH AIRLINES LTD. 

HEAD OFFICE, BALAKA, KURMITOLA, DHAKA 1228 BANGLADESH, PHONES 80100-14001580-04 FAX:86-02-001558. www.biman-airlines.com 

নম্বর: ৩০.৩৪.০০০০.০৭৩.২৪.০০০.২৫/৩০৪ 

নিয়োগ বিজ্ঞপ্তি 

তারিখ: ২১-০৪-২০২৫ খ্রিঃ 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এবং এর অন্তর্ভুক্ত বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার (বিএফসিসি)-এ নিম্নে উল্লিখিত পদসমূহে ক্যাজুয়াল ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে: 


ক্র: নং 

০১ 

০২ 

০৩ 

08 

পদের নাম 


 Apply Link - http://bbal.teletalk.com.bd/

'ক' বিএফসিসি (বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার) 

পেন্ট্রিম্যান (ক্যাজুয়াল) 

বেতন বিভাগ (১) প্রশাসন 

পদ সংখ্যা: ১৬২ টি 

বয়স: ২৩-০৪-২০২৫ খ্রিঃ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর। 

নির্বাচিত প্রার্থীগণ দৈনিক মজুরি, ইউনিফর্ম, ধৌত ও যাতায়াত ভাতা বাবদ মোট ৬৭৫/- প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন। এছাড়াও, প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবেন। 

উল্লেখ্য, বিএফসিসি কর্তৃক খাবার সরবরাহ করা হবে। 

ডিসওয়াসার (ক্যাজুয়াল) 

বেতন বিভাগ (১) প্রশাসন 

পদ সংখ্যা: ০৮ টি 


 Apply Link - http://bbal.teletalk.com.bd/

বয়স: ২৩-০৪-২০২৫ খ্রিঃ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর। 

নির্বাচিত প্রার্থীগণ দৈনিক মজুরি, ইউনিফর্ম, ধৌত ও যাতায়াত ভাতা বাবদ মোট ৬৭৫/- প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন। এছাড়াও, প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবেন। 

উল্লেখ্য, বিএফসিসি কর্তৃক খাবার সরবরাহ করা হবে। 

হাইজিন হেলপার (ক্যাজুয়াল) 

বেতন বিভাগ (১) প্রশাসন 

পদ সংখ্যা: ১৬ টি 

বয়স: ২৩-০৪-২০২৫ খ্রিঃ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর। 

নির্বাচিত প্রার্থীগণ দৈনিক মজুরি, ইউনিফর্ম, ধৌত ও যাতায়াত ভাতা বাবদ মোট ৬৭৫/- প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন। এছাড়াও, প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবেন। 

উল্লেখ্য, বিএফসিসি কর্তৃক খাবার সরবরাহ করা হবে। 

কিচেন হেলপার (ক্যাজুয়াল) 

বেতন বিভাগ (১) প্রশাসন 

পদ সংখ্যা: ২৫ টি 

বয়স: ২৩-০৪-২০২৫ খ্রিঃ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর। 

নির্বাচিত প্রার্থীগণ দৈনিক মজুরি, ইউনিফর্ম, ধৌত ও যাতায়াত ভাতা বাবদ মোট ৬৭৫/- প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন। এছাড়াও, প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবেন। উল্লেখ্য, বিএফসিসি কর্তৃক খাবার সরবরাহ করা হবে। 

বেকার হেলপার (ক্যাজুয়াল) 

বেতন বিভাগ (১) প্রশাসন 

পদ সংখ্যা: ১২ টি 

বয়স: ২৩-০৪-২০২৫ খ্রিঃ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর। 

নির্বাচিত প্রার্থীগণ দৈনিক মজুরি, ইউনিফর্ম, ধৌত ও যাতায়াত ভাতা বাবদ মোট ৬৭৫/- প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্য 

শিক্ষাগত যোগ্যতা 

ক) ন্যূনতম এসএসসি অথবা সমমান। 

খ) উচ্চতা: পুরুষ: ৫ ফুট ৬ ইঞ্চি, মহিলা: ৫ ফুট ৪ ইঞ্চি। বিএমআই 

১৮.৫০-২৪.৯০। 

 Apply Link - http://bbal.teletalk.com.bd/

গ) সুঠাম দেহের অধিকারী হতে হবে। 

ক) ন্যূনতম এসএসসি অথবা সমমান। 

খ) উচ্চতা: পুরুষ: ৫ ফুট ৬ ইঞ্চি, মহিলা: ৫ ফুট ৪ ইঞ্চি। বিএমআই 

১৮.৫০-২৪.৯০। 

গ) সুঠাম দেহের অধিকারী হতে হবে। 

ক) ন্যূনতম এসএসসি অথবা সমমান। 

খ) অবশ্যই সুঠাম দেহের অধিকারী হতে হবে। 

ক) ন্যূনতম এসএসসি অথবা সমমান। 


 Apply Link - http://bbal.teletalk.com.bd/

খ) City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ফুড এন্ড বেভারেজ-এ কুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে (কমপক্ষে ০৬ মাস মেয়াদী)। 

গ) অবশ্যই সুঠাম দেহের অধিকারী হতে হবে। 

ক) কমপক্ষে এসএসসি অথবা সমমান। 

খ) City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে বেকারি এন্ড পেস্ট্রি-তে বেকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে (কমপক্ষে ০৬ মাস মেয়াদী)।

Comments

Popular posts from this blog

Hanif Apply Now

🚌 চাকরির সুযোগ: প্যাসেঞ্জার কেয়ার স্পেশালিস্ট (পুরুষ) 💼 নিয়োগকারী প্রতিষ্ঠান: [কোম্পানির নাম] 📍 কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান 👨 শুধুমাত্র পুরুষ প্রার্থীদের আবেদন গ্রহণযোগ্য 📚 শিক্ষাগত যোগ্যতা: SSC / দাখিল (মাদ্রাসা) HSC / আলিম (মাদ্রাসা) স্নাতক / অনার্স 🕒 বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর ✅ অতিরিক্ত যোগ্যতা: সৎ, স্মার্ট এবং সুদর্শন শক্তিশালী ও শান্ত মেজাজের অধিকারী ভালো হ্যান্ডরাইটিং ও ভাষাজ্ঞান দেশব্যাপী দিনের বা রাতের যেকোনো শিফটে কাজ করতে আগ্রহী 📌 দায়িত্ব ও প্রেক্ষাপট: ভ্রমণের সময় যাত্রীদের যত্ন নেওয়া যাত্রীদের কাছ থেকে টিকিট সংগ্রহ ট্রিপের আয়-ব্যয় প্রধান কার্যালয়ে হিসাবরক্ষকের কাছে জমা দেওয়া নির্বাচিত প্রার্থীদের জন্য ২৯,০০০/- বেতন ও ট্রিপে কনভেন্স থাকবে 🛠️ দক্ষতা ও এক্সপার্টিজ: যোগাযোগে পারদর্শিতা হসপিটালিটি ম্যানেজমেন্টে অভিজ্ঞতা পর্যবেক্ষণ ও সুপারভিশন স্কিল 🏢 কর্মস্থল: অফিসে ও দেশের বিভিন্ন স্থানে 📅 চাকরির ধরন: পূর্ণকালীন (Full-Time) 🎯 এখনই আবেদন করুন এই চাকরিতে দ্রুত এপ্লাই করার জন্য উপরের সার্চ বক্সে লিখুন Travel Jobs লিখে ...

যেসব সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষার্থী ২৫০ এর বেশি সেসব স্কুলের জন্য সাড়ে ৯ হাজার প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

 

সরকারি ব্যাংকে পার্ট টাইম ষ্টুডেন্ট কাজ করতে চান?

Bangladesh Part Time   আবেদন জমা দিতে এখানে ক্লিক করে নিয়ম দেখুন Remote bank jobs partime bangladesh