সরকারি (Gov) চুক্তিতে (Contract) কাজ (Job) নিন Skip to main content

সরকারি (Gov) চুক্তিতে (Contract) কাজ (Job) নিন

DEWBN Job Circular 2025 – Govt Project Officer (Contract Basis) | Dockyard & Engineering Works Ltd.

 

ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিঃ
বাংলাদেশ নৌবাহিনী
সোনাকান্দা, বন্দর, নারায়ণগঞ্জ
🌐 www.dewbn.gov.bd
📞 ফোন: ০২-৭৬৫৭৩৮৩, ০১৭৬৯-১১৯৮০১, ফ্যাক্স: +৮৮০২৭৬৫৭৩৮৩

তারিখ: ০২ বৈশাখ ১৪৩২
১৮ এপ্রিল ২০২৫

নিয়োগ বিজ্ঞপ্তি

১। বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস (ডিইডব্লিউ) লিঃ, সোনাকান্দা, নারায়ণগঞ্জ এর চলমান কার্যক্রমে নিম্নবর্ণিত পদে অস্থায়ী ভিত্তিতে চুক্তিভিত্তিক নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

ক্রম নংপদের নামপদের সংখ্যাশিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাবেতন (২১/০৪/২০২৫ হইতে)নিয়োগের ধরনপদের অবস্থা
সহকারী প্রকল্প কর্মকর্তা০৪ (চার) টি১। যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি। ২। ইউটিলিটি সার্ভিস প্ল্যান ও ডিজাইন, বিল অফ ম্যাটেরিয়াল প্রস্তুতকরণ, ইস্টিমেট প্রণয়ন, সার্ভে নিরীক্ষণ, কনস্ট্রাকশন মনিটরিং এবং বুরু ম্যাপসফটওয়্যার কাজে অভিজ্ঞতা।
চুক্তিভিত্তিকঅস্থায়ী

২। চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে মূল বেতনসহ সাথে অন্যান্য ভাতাদি ও বোর্ড ডিইডব্লিউ লিঃ এর বিদ্যমান বেতন/ভাতাদি কাঠামো, নিয়োগ নীতিমালা ও প্রযোজ্য বিধিমালাসমূহ (প্রযোজ্য ক্ষেত্রে) প্রযোজ্য করা হবে।
৩। ডিইডব্লিউ লিঃ এর নিয়োগ বিজ্ঞপ্তির ফলে কোন প্রকার চাকুরীর স্থায়ীত্ব নিশ্চয়তা প্রদান বা ভবিষ্যতে চাকুরীর স্থায়ীকরণ সংক্রান্ত কোন দাবি করা যাবে না।
৪। প্রার্থীগণ প্রাথমিক পুলিশ জীবিতপত্র, সদ্য তোলা ০৪ (চার) কপি পাসপোর্ট সাইজের ছবি, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে দাখিল করতে হবে), শিক্ষাগত যোগ্যতার সনদ এবং অন্যান্য সকল প্রাসঙ্গিক কাগজপত্রের সত্যায়িত ফটোকপি সহ স্বহস্তে লিখিত দরখাস্ত অফিস সময়ের মধ্যে ২৪ এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে ১০০০ ঘণ্টা হতে ১৫০০ ঘণ্টা এর মধ্যে ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিঃ, সোনাকান্দা, বন্দর-১৪০০, নারায়ণগঞ্জ - এই ঠিকানায় উপস্থিত হয়ে জমা দিতে হবে।

৫। অসম্পূর্ণ/অবৈধ আবেদনপত্র গ্রহণযোগ্য হইবে না এবং কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হইবে না।
৬। আবেদনপত্রে প্রার্থীর মোবাইল নম্বর উল্লেখ আবশ্যক।
৭। নিয়োগে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
৮। শুধুমাত্র বাংলাদেশী পুরুষ নাগরিকগণ আবেদন করার জন্য মনোনীত/নির্ধারিত থাকিবে।
৯। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার পৃথকভাবে ডাকা হইবে না।
১০। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে যেকোন আবেদনপত্র গ্রহণ বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।
১১। নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত যেকোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।
১২। ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিঃ কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন সময় নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল এবং সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করে।

প্রধান ব্যবস্থাপনা পরিচালক
(স্বাক্ষর)

Comments

Popular posts from this blog

Hanif Apply Now

🚌 চাকরির সুযোগ: প্যাসেঞ্জার কেয়ার স্পেশালিস্ট (পুরুষ) 💼 নিয়োগকারী প্রতিষ্ঠান: [কোম্পানির নাম] 📍 কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান 👨 শুধুমাত্র পুরুষ প্রার্থীদের আবেদন গ্রহণযোগ্য 📚 শিক্ষাগত যোগ্যতা: SSC / দাখিল (মাদ্রাসা) HSC / আলিম (মাদ্রাসা) স্নাতক / অনার্স 🕒 বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর ✅ অতিরিক্ত যোগ্যতা: সৎ, স্মার্ট এবং সুদর্শন শক্তিশালী ও শান্ত মেজাজের অধিকারী ভালো হ্যান্ডরাইটিং ও ভাষাজ্ঞান দেশব্যাপী দিনের বা রাতের যেকোনো শিফটে কাজ করতে আগ্রহী 📌 দায়িত্ব ও প্রেক্ষাপট: ভ্রমণের সময় যাত্রীদের যত্ন নেওয়া যাত্রীদের কাছ থেকে টিকিট সংগ্রহ ট্রিপের আয়-ব্যয় প্রধান কার্যালয়ে হিসাবরক্ষকের কাছে জমা দেওয়া নির্বাচিত প্রার্থীদের জন্য ২৯,০০০/- বেতন ও ট্রিপে কনভেন্স থাকবে 🛠️ দক্ষতা ও এক্সপার্টিজ: যোগাযোগে পারদর্শিতা হসপিটালিটি ম্যানেজমেন্টে অভিজ্ঞতা পর্যবেক্ষণ ও সুপারভিশন স্কিল 🏢 কর্মস্থল: অফিসে ও দেশের বিভিন্ন স্থানে 📅 চাকরির ধরন: পূর্ণকালীন (Full-Time) 🎯 এখনই আবেদন করুন এই চাকরিতে দ্রুত এপ্লাই করার জন্য উপরের সার্চ বক্সে লিখুন Travel Jobs লিখে ...

যেসব সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষার্থী ২৫০ এর বেশি সেসব স্কুলের জন্য সাড়ে ৯ হাজার প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

 

সরকারি ব্যাংকে পার্ট টাইম ষ্টুডেন্ট কাজ করতে চান?

Bangladesh Part Time   আবেদন জমা দিতে এখানে ক্লিক করে নিয়ম দেখুন Remote bank jobs partime bangladesh