কোথায় ঘটেছে এই ঘটনা?

 ঘটনাটি ঘটেছে নওগাতে। এই জেলার রানীনগর উপজেলার ঘটনা এটি। বাবা মেয়ে রেল লাইন ধরে যাচ্ছিলেন বাজারে। বাবা বোবা এবং কানে শুনতে পায়না। মেয়ে শুনতে পায় কিন্তু সে কচি শিশু। তার বয়স মাত্র ১০ বছর। ফলে শিশুটি খেলতে খেলতেই বাবার সাথে বাজারে যাচ্ছিলো আনন্দ করতে করতে কারন বাবা আজ তাকে বিশেষ একটি উপহার কিনে দেবে বলেছে। কিন্তু ট্রেনে কাটা পড়ে দুজনে পরপারে। এলাকাবাসি অনেকেই বলেছে আত্বহত্যা কিন্তু অনেকেই দুর্গটনাই বলছে।

Previous Post Next Post

Contact Form