কি কি থাকছে নতুন পে-স্কেলে?

নতুন পে-স্কেল সম্পর্কে সচিব আজ মিটিং শেষে জানিয়েছেন, তাদের সকল মন্ত্রনালয় গুলো একটি পরিবার। এই পরিবারে যার যা দরকার সেগুলো নিয়ে আলোচনা করবে। পে-স্কেল খুবই দীর্ঘমেয়াদি একটি প্রসেস বলে জানিয়েছেন যে, পরিবারে আলোচনা করেই সবাই ডিসাইড করা হবে ভবিষ্যতে। 

Previous Post Next Post

Contact Form