সবার আগে যে ব্যাপারটি আপনার জানা দরকার সেটি হচ্ছে, শুক্র শনিবারের এইসব কাজ শুধুমাত্র তারাই করতে পারবেন যারা অলরেডী কোন ব্যাংকে চাকরিরত আছেন। শুধু তাই নয়, সংশ্লিষ্ট ব্যাংকের সাথে আগের থেকেই কাজের পুর্ব অভিজ্ঞতাও থাকতে হবে। যদি এমন হয় যে, আপনি আগে কোন কাজও করেননি আবার কোন ব্যাংকের সাথে আপনার কোন কাজের ইতিহাসও নেই, সেক্ষেত্রে আপনাকে ভিন্ন উপায়ে এই কাজ পেতে হতে পারে। যদিও সেই ভিন্ন উপায় সবার জন্য সহজ না। ভিন্ন উপায়টি হল, আপনার পরিবারের কেউ একজন থাকতে হবে যে কোন এক ব্যাংকে কাজ করেন। আপনি তাকেই বলবেন আপনি শুক্র শনিবার ব্যাংকে কাজ করতে চান। তার ব্যাংকে যদি এই ধরনের কাজের উপায় থাকে তবে তিনি আপনাকে সাহায্য করতে পারবেন। আর যাদের আগেই অন্য ব্যাংকের সাথে কাজের ইতিহাস আছে তারা জাষ্ট সেই ব্যাংকে গিয়ে ব্যাপারটা নিয়ে আলোচনা করে এই কাজ নিতে পারবেন। তবে মনে রাখবেন, সেই ব্যাংকের সাথে আগেই কাজের ইতিহাস না থাকলে সেখানে নতুন মুখ গেলে কোন কাজ পাবেন না।
🚌 চাকরির সুযোগ: প্যাসেঞ্জার কেয়ার স্পেশালিস্ট (পুরুষ) 💼 নিয়োগকারী প্রতিষ্ঠান: [কোম্পানির নাম] 📍 কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান 👨 শুধুমাত্র পুরুষ প্রার্থীদের আবেদন গ্রহণযোগ্য 📚 শিক্ষাগত যোগ্যতা: SSC / দাখিল (মাদ্রাসা) HSC / আলিম (মাদ্রাসা) স্নাতক / অনার্স 🕒 বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর ✅ অতিরিক্ত যোগ্যতা: সৎ, স্মার্ট এবং সুদর্শন শক্তিশালী ও শান্ত মেজাজের অধিকারী ভালো হ্যান্ডরাইটিং ও ভাষাজ্ঞান দেশব্যাপী দিনের বা রাতের যেকোনো শিফটে কাজ করতে আগ্রহী 📌 দায়িত্ব ও প্রেক্ষাপট: ভ্রমণের সময় যাত্রীদের যত্ন নেওয়া যাত্রীদের কাছ থেকে টিকিট সংগ্রহ ট্রিপের আয়-ব্যয় প্রধান কার্যালয়ে হিসাবরক্ষকের কাছে জমা দেওয়া নির্বাচিত প্রার্থীদের জন্য ২৯,০০০/- বেতন ও ট্রিপে কনভেন্স থাকবে 🛠️ দক্ষতা ও এক্সপার্টিজ: যোগাযোগে পারদর্শিতা হসপিটালিটি ম্যানেজমেন্টে অভিজ্ঞতা পর্যবেক্ষণ ও সুপারভিশন স্কিল 🏢 কর্মস্থল: অফিসে ও দেশের বিভিন্ন স্থানে 📅 চাকরির ধরন: পূর্ণকালীন (Full-Time) 🎯 এখনই আবেদন করুন এই চাকরিতে দ্রুত এপ্লাই করার জন্য উপরের সার্চ বক্সে লিখুন Travel Jobs লিখে ...
Comments