কি অবস্থা তুষারে বিপর্যস্ত সৌদি আরবের?

এই মুহুর্তে সৌদির আরবের যে দিকেই তাকাবেন শুধু একটি জিনিসই দেখতে পাবেন। আর সেই জিনিসটি হল তুষার।
এমন পরিমান তুষার পড়েছে আরবে যে, মরুভুমি গুলো যে বালি দিয়ে ঢাকা তা আর বোঝার উপায় নেই। চারদিক ধু ধু বালিচর আর দেখার উপায়ই নেই। আছে শুধু তুষার তুষার।
কিছু কিছু অঞ্চলে হাটু সমান তুষারে নাকার সেই এরিয়া।
শুধু তাই নয়, এর সাথে যুক্ত হয়েছে, শিলাবৃষ্টি। তাও আবার যে সে শিলা নয়। বিশাল বড় সাইজের শিলায় পড়তে পড়তে কঠিন বরফে ছেয়ে আছে কোন কোন এরিয়া।
Previous Post Next Post

Contact Form