বাংলা ও ইসলাম শিক্ষা সহকারি শিক্ষকতা করতে চাইলে আবেদন জমা দিন ১৩ তারিখের আগেই Skip to main content

বাংলা ও ইসলাম শিক্ষা সহকারি শিক্ষকতা করতে চাইলে আবেদন জমা দিন ১৩ তারিখের আগেই

 

জীবনের জন্য শিক্ষা
Education for life

কে সি মডেল স্কুল অ্যন্ড কলেজ
(১০ তলা নিজস্ব শিক্ষাভবন)

২৭৫ প্রেমবাগান, দক্ষিণখান, উত্তরা, ঢাকা-১২৩০
মোবাইল : ০১৭৯৩৫৬০৪৬৬, ওয়েবসাইট: www.kcmsc.ed u.bd ফেসবুক: fb.com/kcmsc.edu.bd
             প্রধান উপদেষ্টা
অধ্যক্ষ
ব্রিগেডিয়ার জেনারেল মুশফিকুর রহমান (অবঃ), এসপিপি, পিএসসি
সাবেক শিক্ষা পরিচালক, বাংলাদেশ সেনাবাহিনী এবং সাবেক অধ্যক্ষ, রাজউক উত্তরা মডেল কলেজ ও পাবনা ক্যাডেট কলেজ
প্রফেসর মোঃ আবদুল বাতেন
সাবেক অধ্যক্ষ,
মির্জাপুর ও বরিশাল ক্যাডেট কলেজ

নিয়োগ বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ২৪ অক্টোবর, ২০২৪

ক্রমিক
পদের নাম ও সংখ্যা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
সহকারি শিক্ষক- বাংলা-৫, ইংরেজি-৫, গণিত-২, আর্ট অ্যান্ড ক্রাফ্ট-২, শারীরিক শিক্ষা-২, ইসলাম ও নৈতিক শিক্ষা-৪, বিজ্ঞান (জীববিজ্ঞান)-২সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রী। স্নাতকোত্তর ডিগ্রীধারীদের অগ্রাধিকার দেয়া হবে।
জুনিয়র শিক্ষক- ইংরেজি-৩, বাংলা-৩, গণিত-৩, ইসলাম ও নৈতিক শিক্ষা -৩, আর্ট অ্যান্ড ক্রাফ্ট-২, বিজ্ঞান-৩, সামাজিক বিজ্ঞান-৩সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণির স্নাতক(সম্মান) ডিগ্রী। ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ক্ষেত্রে দাখিল ও আলিম পাশ হলে অন্য বিষয়ে স্নাতক ডিগ্রীধারীগণও আবেদন করতে পারবেন।
জুনিয়র শিক্ষক প্রি-প্রাইমারী (মহিলা)-৫যে কোনো বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রী।
শিক্ষক সহকারী (মহিলা)-১০ন্যূনতম ২য় শ্রেণির স্নাতক ডিগ্রী।
  • ইংরেজি মাধ্যমে ও মাল্টিমিডিয়া ব্যবহার করে পাঠদানে দক্ষ এবং পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
  • প্রতিষ্ঠানের প্রচলিত নিয়মানুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
  • আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবন-বৃত্তান্ত, সকল সনদের সত্যায়িত কপি, দুই কপি ছবি এবং অধ্যক্ষ, কে সি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরাবর ১, ২ ও ৩ নং পদের জন্য ৩০০ টাকা এবং ৪ নং পদের জন্য ২০০ টাকা’র অফেরতযোগ্য পে-অর্ডার/ব্যাংক ড্রাফটসহ ১৩ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে আবেদনপত্র প্রেরণ করতে হবে। খামের ওপরে পদের নাম ও বিষয় উল্লেখ করতে হবে।
  • প্রাথমিক বাছাই পরীক্ষার জন্য ১৬ নভেম্বর ২০২৪ তারিখ (শনিবার) সকাল ১১.০০ ঘটিকায় প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে। এজন্য আলাদা করে যোগাযোগ করা হবে না।

অধ্যক্ষ

 

Comments

Popular posts from this blog

Hanif Apply Now

🚌 চাকরির সুযোগ: প্যাসেঞ্জার কেয়ার স্পেশালিস্ট (পুরুষ) 💼 নিয়োগকারী প্রতিষ্ঠান: [কোম্পানির নাম] 📍 কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান 👨 শুধুমাত্র পুরুষ প্রার্থীদের আবেদন গ্রহণযোগ্য 📚 শিক্ষাগত যোগ্যতা: SSC / দাখিল (মাদ্রাসা) HSC / আলিম (মাদ্রাসা) স্নাতক / অনার্স 🕒 বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর ✅ অতিরিক্ত যোগ্যতা: সৎ, স্মার্ট এবং সুদর্শন শক্তিশালী ও শান্ত মেজাজের অধিকারী ভালো হ্যান্ডরাইটিং ও ভাষাজ্ঞান দেশব্যাপী দিনের বা রাতের যেকোনো শিফটে কাজ করতে আগ্রহী 📌 দায়িত্ব ও প্রেক্ষাপট: ভ্রমণের সময় যাত্রীদের যত্ন নেওয়া যাত্রীদের কাছ থেকে টিকিট সংগ্রহ ট্রিপের আয়-ব্যয় প্রধান কার্যালয়ে হিসাবরক্ষকের কাছে জমা দেওয়া নির্বাচিত প্রার্থীদের জন্য ২৯,০০০/- বেতন ও ট্রিপে কনভেন্স থাকবে 🛠️ দক্ষতা ও এক্সপার্টিজ: যোগাযোগে পারদর্শিতা হসপিটালিটি ম্যানেজমেন্টে অভিজ্ঞতা পর্যবেক্ষণ ও সুপারভিশন স্কিল 🏢 কর্মস্থল: অফিসে ও দেশের বিভিন্ন স্থানে 📅 চাকরির ধরন: পূর্ণকালীন (Full-Time) 🎯 এখনই আবেদন করুন এই চাকরিতে দ্রুত এপ্লাই করার জন্য উপরের সার্চ বক্সে লিখুন Travel Jobs লিখে ...

যেসব সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষার্থী ২৫০ এর বেশি সেসব স্কুলের জন্য সাড়ে ৯ হাজার প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

 

সরকারি ব্যাংকে পার্ট টাইম ষ্টুডেন্ট কাজ করতে চান?

Bangladesh Part Time   আবেদন জমা দিতে এখানে ক্লিক করে নিয়ম দেখুন Remote bank jobs partime bangladesh