পরিবার উন্নয়ন সার্কুলার Skip to main content

পরিবার উন্নয়ন সার্কুলার

 


পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)


নিয়োগ বিজ্ঞপ্তি


স্বারক নং: এফডিএ/নি:প:/অ: কার্য/১৯/২৪

তারিখ: ২৩/১০/২৪ইং

পরিবার উন্নয়ন সংস্থা(এফডিএ) একটি সু-প্রতিষ্ঠিত বেসরকারী উন্নয়ন সংস্থা। সংস্থাটি ১৯৬১ সালের স্বেচ্ছাসেবী সমাজকল্যান সংস্থাসমুহ রেজিষ্ট্রেশন ও নিয়ন্ত্রন অধ্যাদেশ (১৯৬১ সালের ৪৬ নং অধ্যাদেশ) হতে নিবন্ধিত একটি প্রতিষ্ঠান, যার নিবন্ধন নং - ভোলা ৩৭/৯১ তারিখ ১৭/০৭/১৯৯১ এবং সংস্থাটি মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) হতেও সনদপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান। যার সনদ নং ০০৪৭৪-০০২৪৩-০০১৭৮। পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় পরিবার উন্নয়ন সংস্থার কর্ম-এলাকা ভোলা জেলার চরফ্যাসন, লালমোহন, বোরহানউদ্দিন উপজেলায় "Sustainable Microenterprise and Resilient Transformation (SMART) Project Adoption of resource efficient and cleaner production practices (RECP) at coastal dairy microenterprises in Bhola শীর্ষক উপ-প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে জরুরী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। প্রার্থীদেরকে ঐ অঞ্চলের শাখা পর্যায়ে অবস্থান করে কার্যক্রম পরিচালনা করার মানসিকতা থাকতে হবে।


ক্র: নং

পদের নাম ও সংখ্যা


শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

বেতন ও অন্যান্য সুবিধাদি

এমআইএস এবং ডকুমেন্টেশন অফিসার পদ সংখ্যা-০১

UGC অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক বিজ্ঞান/ডেভেলপমেন্ট স্টাডিজ/পরিসংখ্যানে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

প্রার্থীকে মনিটরিং এন্ড ইভালুয়েশন/এমআইএস এবং ডকুমেন্টেশন কাজের উপরে বাংলাদেশের যেকোন উন্নয়ন সংস্থায় কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

উদ্যোক্তা উন্নয়ন সংক্রান্ত প্রকল্প এবং সমজাতীয় ডোনার ফান্ডে কাজ করা প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

অনলাইন বেইজড MIS, MS Office Packeges, Open Data Kits/Kobo Toolbox, SPSS / STATA সম্যক জ্ঞান সম্পন্ন প্রার্থীকে অধিক অগ্রাধিকার প্রদান করা হবে।

মাসিক সর্বসাকূল্যে বেতন BDT ৫০,০০০/-টাকা।

প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাসমূহ। (যেমন-উৎসব বোনাস, বাংলা নববর্ষ ভাতা, মোবাইল ভাতা, ইত্যাদি)

প্রাপ্য সুবিধা থেকে সরকারী নিয়ম অনুযায়ী উৎসে কর কর্তন করা হবে।

শর্তাবলী:


আগ্রাহী প্রার্থীদের সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত ও অভিজ্ঞতা সনদ এর সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের কপি এবং যোগাযোগ নম্বর ও পরিচয় প্রদানে সক্ষম এমন ০২ জন অনাত্নীয় ব্যক্তির নাম উল্লেখপূর্বক আবেদন পত্রসহ জীবন বৃত্তান্ত আগামী ২৯/১০/২৪ ইং তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, পরিবার উন্নয়ন সংস্থা(এফডিএ),এফডিএ ভবন,আদর্শ পাড়া,ওয়ার্ড নং ০৬, চরফ্যাশন পৌরসভা, চরফ্যাশন, ভোলা এই ঠিকানায় সরাসরি/ডাকযোগে অথবা smart.fda.bhola@gmail.com এ পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর।

কেবল মাত্র বাছাইকৃত প্রার্থীদেরকেই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহনের জন্য সুযোগ দেয়া হবে। এর জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

প্রার্থীকে ড্রাইভিং লাইসেন্স সহ ৫ বছরের মটর সাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।

কর্তৃপক্ষ যে কোন সময় নিয়োগ বিজ্ঞপ্তি ও দরখাস্ত বাতিল করার অধিকার সংরক্ষন করেন।



Comments

Popular posts from this blog

Hanif Apply Now

🚌 চাকরির সুযোগ: প্যাসেঞ্জার কেয়ার স্পেশালিস্ট (পুরুষ) 💼 নিয়োগকারী প্রতিষ্ঠান: [কোম্পানির নাম] 📍 কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান 👨 শুধুমাত্র পুরুষ প্রার্থীদের আবেদন গ্রহণযোগ্য 📚 শিক্ষাগত যোগ্যতা: SSC / দাখিল (মাদ্রাসা) HSC / আলিম (মাদ্রাসা) স্নাতক / অনার্স 🕒 বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর ✅ অতিরিক্ত যোগ্যতা: সৎ, স্মার্ট এবং সুদর্শন শক্তিশালী ও শান্ত মেজাজের অধিকারী ভালো হ্যান্ডরাইটিং ও ভাষাজ্ঞান দেশব্যাপী দিনের বা রাতের যেকোনো শিফটে কাজ করতে আগ্রহী 📌 দায়িত্ব ও প্রেক্ষাপট: ভ্রমণের সময় যাত্রীদের যত্ন নেওয়া যাত্রীদের কাছ থেকে টিকিট সংগ্রহ ট্রিপের আয়-ব্যয় প্রধান কার্যালয়ে হিসাবরক্ষকের কাছে জমা দেওয়া নির্বাচিত প্রার্থীদের জন্য ২৯,০০০/- বেতন ও ট্রিপে কনভেন্স থাকবে 🛠️ দক্ষতা ও এক্সপার্টিজ: যোগাযোগে পারদর্শিতা হসপিটালিটি ম্যানেজমেন্টে অভিজ্ঞতা পর্যবেক্ষণ ও সুপারভিশন স্কিল 🏢 কর্মস্থল: অফিসে ও দেশের বিভিন্ন স্থানে 📅 চাকরির ধরন: পূর্ণকালীন (Full-Time) 🎯 এখনই আবেদন করুন এই চাকরিতে দ্রুত এপ্লাই করার জন্য উপরের সার্চ বক্সে লিখুন Travel Jobs লিখে ...

যেসব সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষার্থী ২৫০ এর বেশি সেসব স্কুলের জন্য সাড়ে ৯ হাজার প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

 

সরকারি ব্যাংকে পার্ট টাইম ষ্টুডেন্ট কাজ করতে চান?

Bangladesh Part Time   আবেদন জমা দিতে এখানে ক্লিক করে নিয়ম দেখুন Remote bank jobs partime bangladesh