Apply ফর শিক্ষক at রাজউক School Skip to main content

Apply ফর শিক্ষক at রাজউক School

 

নিয়োগ বিজ্ঞপ্তি

১। এ কলেজে নিম্নলিখিত পদে সম্পূর্ণ অস্থায়ী খন্ডকালীন (Part-Time) ভিত্তিতে নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা হচ্ছে:

পদ, বিষয় ও পদসংখ্যা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
বয়স
বেতন

খন্ডকালীন প্রভাষক

ইংরেজি-০১
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-০২
ব্যবস্থাপনা-০১
গণিত-০১
বাংলা-০১

সংশ্লিষ্ট বিষয়ে ০৪ (চার) বছর মেয়াদী অনার্সসহ ন্যূনতম ২টি প্রথম বিভাগ/শ্রেণি/সমমানের গ্রেড পয়েন্ট থাকতে হবে। শিক্ষা জীবনে কোন পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের গ্রেড গ্রহণযোগ্য নয়।
সর্বোচ্চ ৩২ বছর (১৪/০৮/২০২৫ তারিখে) শিক্ষকতায় নিয়োজিত প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
সর্বসাকুল্যে টাঃ ২৫,০০০/-

২। দরখাস্তে প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, ধর্ম, জন্ম তারিখ, জাতীয়তা, ১৪/০৮/২০২৫ তারিখে বয়স, শিক্ষাগত যোগ্যতার বিবরণ, অভিজ্ঞতা ও ফোন/সেলফোন নম্বর উল্লেখ থাকতে হবে।

৩। দরখাস্তের সাথে শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র, চারিত্রিক সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, অধ্যক্ষ, রাজউক উত্তরা মডেল কলেজ এর বরাবরে ৪০০/- (চারশত) টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে অর্ডারসহ আবেদনপত্র আগামী ১৪ আগস্ট ২০২৫ তারিখ বিকাল ১৭০০ ঘটিকার মধ্যে অধ্যক্ষ, রাজউক উত্তরা মডেল কলেজ, সেক্টর-৬, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ এই ঠিকানায় পৌঁছাতে হবে (আবেদন পত্রে মোবাইল নাম্বার এবং খামের উপরে পদের নাম লিখতে হবে)।

৪ । আবেদনকারীর নামে আদালতে কোন মামলা নেই এ মর্মে স্থানীয় চেয়ারম্যান/পৌর মেয়র/কাউন্সিলরের নিকট হতে প্রত্যায়নপত্র আবেদন পত্রের সাথে জমা দিতে হবে। প্রার্থীদের নম্রতা, ভদ্রতা ও কাজের প্রতি শ্রদ্ধাশীল এবং কর্তৃপক্ষের প্রতি আনুগত্য থাকতে হবে।

৫। লিখিত ও মৌখিক পরীক্ষা আগামী ১৯ আগস্ট ২০২৫ তারিখ সকাল ০৯০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ বা ভাতা প্রদান করা হবে না। নির্বাচনী পরীক্ষার দিন সকল সনদের মূল কপি সঙ্গে আনতে হবে।

৬। এটি সম্পূর্ণ অস্থায়ী খন্ডকালীন (Part-Time) নিয়োগ, যা ভবিষ্যতে স্থায়ী হওয়ার কোন সুযোগ নেই।

৭। কোন দরখাস্ত বাতিল করাসহ যে কোন ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

তারিখ: ২০ জুলাই ২০২৫।
অধ্যক্ষ

Comments

Popular posts from this blog

Hanif Apply Now

🚌 চাকরির সুযোগ: প্যাসেঞ্জার কেয়ার স্পেশালিস্ট (পুরুষ) 💼 নিয়োগকারী প্রতিষ্ঠান: [কোম্পানির নাম] 📍 কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান 👨 শুধুমাত্র পুরুষ প্রার্থীদের আবেদন গ্রহণযোগ্য 📚 শিক্ষাগত যোগ্যতা: SSC / দাখিল (মাদ্রাসা) HSC / আলিম (মাদ্রাসা) স্নাতক / অনার্স 🕒 বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর ✅ অতিরিক্ত যোগ্যতা: সৎ, স্মার্ট এবং সুদর্শন শক্তিশালী ও শান্ত মেজাজের অধিকারী ভালো হ্যান্ডরাইটিং ও ভাষাজ্ঞান দেশব্যাপী দিনের বা রাতের যেকোনো শিফটে কাজ করতে আগ্রহী 📌 দায়িত্ব ও প্রেক্ষাপট: ভ্রমণের সময় যাত্রীদের যত্ন নেওয়া যাত্রীদের কাছ থেকে টিকিট সংগ্রহ ট্রিপের আয়-ব্যয় প্রধান কার্যালয়ে হিসাবরক্ষকের কাছে জমা দেওয়া নির্বাচিত প্রার্থীদের জন্য ২৯,০০০/- বেতন ও ট্রিপে কনভেন্স থাকবে 🛠️ দক্ষতা ও এক্সপার্টিজ: যোগাযোগে পারদর্শিতা হসপিটালিটি ম্যানেজমেন্টে অভিজ্ঞতা পর্যবেক্ষণ ও সুপারভিশন স্কিল 🏢 কর্মস্থল: অফিসে ও দেশের বিভিন্ন স্থানে 📅 চাকরির ধরন: পূর্ণকালীন (Full-Time) 🎯 এখনই আবেদন করুন এই চাকরিতে দ্রুত এপ্লাই করার জন্য উপরের সার্চ বক্সে লিখুন Travel Jobs লিখে ...

যেসব সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষার্থী ২৫০ এর বেশি সেসব স্কুলের জন্য সাড়ে ৯ হাজার প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

 

সরকারি ব্যাংকে পার্ট টাইম ষ্টুডেন্ট কাজ করতে চান?

Bangladesh Part Time   আবেদন জমা দিতে এখানে ক্লিক করে নিয়ম দেখুন Remote bank jobs partime bangladesh