No Experience এ ২০০০০ বেতনে Teacher হবার Opportunity দিচ্ছে ইন্টারন্যশনার Peace School Skip to main content

No Experience এ ২০০০০ বেতনে Teacher হবার Opportunity দিচ্ছে ইন্টারন্যশনার Peace School

রেফারেন্স Link 



 আবশ্যকতা

শিক্ষা

অনার্স/সমমান।

অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ

শর্তাবলী:

Apply Link 

https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1339441

১। কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়।


২। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।


৩। সকল পদে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।


৪। সাক্ষাতকারের সময় সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র সমূহের মূলকপি প্রদর্শন করতে হবে।


দায়িত্ব এবং প্রেক্ষাপট

নিয়োগ বিজ্ঞপ্তি


সাধারণ ও ইসলামী শিক্ষার সমন্বয়ে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান "ইন্টারন্যাশনাল পীস্ স্কুল এন্ড কলেজ দিনাজপুর" এর জন্য সহকারী শিক্ষক পদে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।


সহকারী শিক্ষক বিষয়: আরবী-০১ জন, শরীরচর্চা-০১ জন, শিল্প ও সংস্কৃতি-০১ জন, সহকারী শিক্ষক (আবাসিক)-০১ জন, আর্ট এন্ড রাইটিং -০১ জন।


আরবী - ফাজিল/কামিল/দাওরা ফারেগ।

Apply Link 

https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1339441


শরীরচর্চা - শারীরিক কসরত ও খেলাধুলায় পারদর্শী এবং বিপিএড প্রশিক্ষণপ্রাপ্ত বা অবসরপ্রাপ্ত সেনাসদস্য।


শিল্প ও সংস্কৃতি - গান, আবৃত্তি, অভিনয়, উপস্থাপনায় পেশাগতভাবে দক্ষ ও অভিজ্ঞ।


সহকারী শিক্ষক আবাসিক - আবাসিক ব্যবস্থাপনায় দক্ষ ও অভিজ্ঞ।


আর্ট এন্ড রাইটিং - ড্রয়িং ও হাতের সুন্দর লেখায় পেশাগতভাবে দক্ষ ও অভিজ্ঞ।


ক্ষতিপূরণ এবং অন্যান্য সুযোগ-সুবিধা

নিয়োগপ্রাপ্ত হলে প্রতিষ্ঠানের বিধি মোতাবেক সকল সুবিধা পাবেন।

Apply Link 

https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1339441


কর্মক্ষেত্র

বাসা থেকে কাজ, অফিসে কাজ


চাকরির ধরন

পূর্ণকালীন


কর্মস্থল

দিনাজপুর (দিনাজপুর সদর)


আবেদনের পদ্ধতি

হার্ড কপি

আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্তসহ শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সদ্যতোলা পাসপোর্ট সাইজের-২কপি ছবিসহ আবেদনপত্র চেয়ারম্যান, "ইন্টারন্যাশনাল পীস্ স্কুল এন্ড কলেজ দিনাজপুর" বরাবর আগামী ২৫/০২/২০২৫ তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় পৌঁছাতে হবে। আবেদন পত্রের সাথে "ইন্টারন্যাশনাল পীস্ স্কুল এন্ড কলেজ দিনাজপুর" এর অনুকূলে আল আরাফাহ্ ইসলামী ব্যাংক, বাংলাদেশ পিএলসি (নিমতলা) দিনাজপুর শাখা`র হিসাব নং: ০৭৫১০২০০০৮৭৪২ তে সহকারী শিক্ষক পদের জন্য ৩০০/- টাকার পে-অর্ডার (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে।


লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের সময় মোবাইলে SMS (এসএমএস)-এর মাধ্যমে জানানো হবে।


আবেদনপত্র প্রেরণের ঠিকানা


চেয়ারম্যান


ইন্টারন্যাশনাল পীস্ স্কুল এন্ড কলেজ দিনাজপুর


আহাম্মদ ভিলা, মহারাজা মোড়, চিরিরবন্দর রোড, সদর, দিনাজপুর।


মোবাইল: ০১৭১১-৭৯৮৯১৫, ০১৭৫৪-১১৩৩০৬

ইমেলঃ peacednj@gmail.com


Comments

Popular posts from this blog

Hanif Apply Now

🚌 চাকরির সুযোগ: প্যাসেঞ্জার কেয়ার স্পেশালিস্ট (পুরুষ) 💼 নিয়োগকারী প্রতিষ্ঠান: [কোম্পানির নাম] 📍 কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান 👨 শুধুমাত্র পুরুষ প্রার্থীদের আবেদন গ্রহণযোগ্য 📚 শিক্ষাগত যোগ্যতা: SSC / দাখিল (মাদ্রাসা) HSC / আলিম (মাদ্রাসা) স্নাতক / অনার্স 🕒 বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর ✅ অতিরিক্ত যোগ্যতা: সৎ, স্মার্ট এবং সুদর্শন শক্তিশালী ও শান্ত মেজাজের অধিকারী ভালো হ্যান্ডরাইটিং ও ভাষাজ্ঞান দেশব্যাপী দিনের বা রাতের যেকোনো শিফটে কাজ করতে আগ্রহী 📌 দায়িত্ব ও প্রেক্ষাপট: ভ্রমণের সময় যাত্রীদের যত্ন নেওয়া যাত্রীদের কাছ থেকে টিকিট সংগ্রহ ট্রিপের আয়-ব্যয় প্রধান কার্যালয়ে হিসাবরক্ষকের কাছে জমা দেওয়া নির্বাচিত প্রার্থীদের জন্য ২৯,০০০/- বেতন ও ট্রিপে কনভেন্স থাকবে 🛠️ দক্ষতা ও এক্সপার্টিজ: যোগাযোগে পারদর্শিতা হসপিটালিটি ম্যানেজমেন্টে অভিজ্ঞতা পর্যবেক্ষণ ও সুপারভিশন স্কিল 🏢 কর্মস্থল: অফিসে ও দেশের বিভিন্ন স্থানে 📅 চাকরির ধরন: পূর্ণকালীন (Full-Time) 🎯 এখনই আবেদন করুন এই চাকরিতে দ্রুত এপ্লাই করার জন্য উপরের সার্চ বক্সে লিখুন Travel Jobs লিখে ...

যেসব সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষার্থী ২৫০ এর বেশি সেসব স্কুলের জন্য সাড়ে ৯ হাজার প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

 

সরকারি ব্যাংকে পার্ট টাইম ষ্টুডেন্ট কাজ করতে চান?

Bangladesh Part Time   আবেদন জমা দিতে এখানে ক্লিক করে নিয়ম দেখুন Remote bank jobs partime bangladesh