১০০ জন শিক্ষানবিশ অফিসার নিবে গ্রামিন শুরুতেই ১৫০০০ যা ৬ মাসেই ২৯৪০০ হবে জিপিএ ২.৫ থাকলেই জয়েনিং নিতে পারবেন যেকোন শিক্ষার্থী Skip to main content

১০০ জন শিক্ষানবিশ অফিসার নিবে গ্রামিন শুরুতেই ১৫০০০ যা ৬ মাসেই ২৯৪০০ হবে জিপিএ ২.৫ থাকলেই জয়েনিং নিতে পারবেন যেকোন শিক্ষার্থী



নিয়োগ বিজ্ঞপ্তি

স্মারক নংঃ জিজেইউএস/নিঃ/ভোঃ/২৪/৭৬৩৫

তারিখ: ২৯অক্টোবর, ২০২৪ খ্রিঃ।

মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) কর্তৃক সনদপ্রাপ্ত (সনদ নং-০০৫৫২-০১১১১-০০২৭৫) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে পরিচালিত গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর ক্ষুদ্র ঋণ কর্মসূচী বাস্তবায়নের জন্য ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও নোয়াখালী জেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে দরিদ্র জনগোষ্ঠীর সাথে কাজ করার মানসিকতা সম্পন্ন সৎ, নিষ্ঠাবান এবং পরিশ্রমী বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিন্মোক্ত পদের জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছে।


ক্রঃ নং

পদের নাম

পদের সংখ্যা

বেতন

বয়স

শিক্ষাগত যোগ্যতা

০১

জুনিয়র ফিল্ড অফিসার

১০০টি

প্রথম ০৬ মাস ১৫০০০ টাকা (শিক্ষানবিশকালীন) শিক্ষানবিশকাল সমাপ্ত হলে সংস্থার নিয়মিত বেতন কাঠামো অনুযায়ী ২৯৪০০/- টাকা প্রদান করা হবে।

সর্বোচ্চ ৩৫ বছর

স্নাতক পাশ।

সকল পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫ থাকতে হবে; সংশ্লিষ্ঠ কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।


শর্তাবলীঃ


১। আগামী ২৮/১১/২০২৪ ইং তারিখের ৫.০০ টার পূর্বে আবেদনপত্র নির্বাহী পরিচালক, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) আলতাজের রহমান সড়ক, চরনোয়াবাদ, ভোলা বরাবর পৌছাতে হবে।

২। দরখাস্তের সাথে বায়োডাটা (মোবাইল নম্বরসহ) সদ্য তোলা ২ কপি ছবি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের ফটোকপি, কাজের অভিজ্ঞতা সনদের ফটোকপি সংযুক্ত করতে হবে।

৩।প্রার্থীকে বাই সাইকেল চালনায় মানসিকতা ও পারদর্শি হতে হবে।

৪। কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকেই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে।

৫। কর্তৃপক্ষ যে কোন দরখাস্ত বাতিল করার ক্ষমতা সংরক্ষন করে।

৬। নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় প্রার্থীদের জামানত বাবদ ফেরতযোগ্য ১২০০০/- (বারো হাজার) টাকা জামানত প্রদান করতে হবে।

৭। বেতন ছাড়াও লাঞ্চ সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা ২টি, বৈশাখী ভাতা, কর্মী কল্যান তহবিল ও গ্রাচুইটি সুবিধা আছে।

৮। কোন প্রকার তদবীর প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।


বিঃ দ্রঃ এ নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যে কোন তথ্যের জন্য জনাব মোঃ জাকির হোসেন, মুঠোফোন নং- (০১৭২৭৯৭২২২০) ও জনাব হানজালাহ মাহমুদ, মুঠোফোন (০১৭০৪-০৪০৬১৯) এর সাথে যোগাযোগ করা যেতে পারে।

নির্বাহী পরিচালক

গ্রামীণ জন উন্ন্য়ন সংস্থা।

অবগতির জন্য অনুলিপিঃ


১। জেলা প্রশাসক, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও নোয়াখালী।

২। উপ-পরিচালক, সমাজসেবা অধিদপ্তর, ভোলা।

৩। উপজেলা নির্বাহী অফিসার ভোলা জেলার সকল উপজেলা, বরিশাল জেলার সকল উপজেলা, পটুয়াখালী জেলার সকল উপজেলা, আমতলি উপজেলা, বরগুনা ও হাতিয়া উপজেলা, নোয়াখালী ।

৪। সম্পাদক, দৈনিক............................।

high salary jobs USA

Comments

Popular posts from this blog

Hanif Apply Now

🚌 চাকরির সুযোগ: প্যাসেঞ্জার কেয়ার স্পেশালিস্ট (পুরুষ) 💼 নিয়োগকারী প্রতিষ্ঠান: [কোম্পানির নাম] 📍 কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান 👨 শুধুমাত্র পুরুষ প্রার্থীদের আবেদন গ্রহণযোগ্য 📚 শিক্ষাগত যোগ্যতা: SSC / দাখিল (মাদ্রাসা) HSC / আলিম (মাদ্রাসা) স্নাতক / অনার্স 🕒 বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর ✅ অতিরিক্ত যোগ্যতা: সৎ, স্মার্ট এবং সুদর্শন শক্তিশালী ও শান্ত মেজাজের অধিকারী ভালো হ্যান্ডরাইটিং ও ভাষাজ্ঞান দেশব্যাপী দিনের বা রাতের যেকোনো শিফটে কাজ করতে আগ্রহী 📌 দায়িত্ব ও প্রেক্ষাপট: ভ্রমণের সময় যাত্রীদের যত্ন নেওয়া যাত্রীদের কাছ থেকে টিকিট সংগ্রহ ট্রিপের আয়-ব্যয় প্রধান কার্যালয়ে হিসাবরক্ষকের কাছে জমা দেওয়া নির্বাচিত প্রার্থীদের জন্য ২৯,০০০/- বেতন ও ট্রিপে কনভেন্স থাকবে 🛠️ দক্ষতা ও এক্সপার্টিজ: যোগাযোগে পারদর্শিতা হসপিটালিটি ম্যানেজমেন্টে অভিজ্ঞতা পর্যবেক্ষণ ও সুপারভিশন স্কিল 🏢 কর্মস্থল: অফিসে ও দেশের বিভিন্ন স্থানে 📅 চাকরির ধরন: পূর্ণকালীন (Full-Time) 🎯 এখনই আবেদন করুন এই চাকরিতে দ্রুত এপ্লাই করার জন্য উপরের সার্চ বক্সে লিখুন Travel Jobs লিখে ...

যেসব সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষার্থী ২৫০ এর বেশি সেসব স্কুলের জন্য সাড়ে ৯ হাজার প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

 

সরকারি ব্যাংকে পার্ট টাইম ষ্টুডেন্ট কাজ করতে চান?

Bangladesh Part Time   আবেদন জমা দিতে এখানে ক্লিক করে নিয়ম দেখুন Remote bank jobs partime bangladesh