RAJUK স্কুল PART টাইম JOB


🎓 RAJUK Uttara Model College – Part-Time নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

📢 রাজউক উত্তরা মডেল কলেজ এ নিম্নলিখিত পদে খন্ডকালীন (Part-Time) ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। যোগ্য ও আগ্রহী প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।

পদের নাম বিষয় পদসংখ্যা শাখা
খন্ডকালীন প্রভাষক উদ্ভিদবিদ্যা ০১ বাংলা মাধ্যম (প্রভাতি শাখা)

📚 শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • সংশ্লিষ্ট বিষয়ে চার বছরের অনার্সসহ মাস্টার্স ডিগ্রি
  • ন্যূনতম ২টি প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে।
  • শিক্ষা জীবনে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়

🔢 বয়সসীমা:

  • সর্বোচ্চ ৩২ বছর (৩১ জুলাই ২০২৫ তারিখে)।
  • বর্তমানে শিক্ষকতায় নিয়োজিত হলে ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

💰 বেতন:

সর্বসাকুল্যে টাকা ২৫,০০০/-

📄 আবেদন পদ্ধতি:

  • নিজ হাতে লিখিত দরখাস্তে নিচের তথ্য থাকতে হবে:
    • পূর্ণ নাম, পিতামাতার নাম, ঠিকানা, জন্ম তারিখ
    • ধর্ম, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
    • ০৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি
    • সকল সনদপত্রের সত্যায়িত কপি
    • ৪০০/- টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার
  • খামের উপরে পদের নাম এবং মোবাইল নম্বর লিখতে হবে।
  • আবেদন পাঠানোর ঠিকানা:
    অধ্যক্ষ, রাজউক উত্তরা মডেল কলেজ, সেক্টর-৬, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
  • শেষ সময়: ৩১ জুলাই ২০২৫, বিকাল ৫:০০ টা

🛑 অতিরিক্ত নির্দেশনা:

  • আবেদনকারীর নামে কোন মামলা নেই এমন প্রত্যয়নপত্র দিতে হবে (স্থানীয় চেয়ারম্যান/মেয়র কর্তৃক)।
  • নম্রতা, ভদ্রতা ও কর্তৃপক্ষের প্রতি আনুগত্য থাকা আবশ্যক।
  • লিখিত ও মৌখিক পরীক্ষা: ০৪ আগস্ট ২০২৫ সকাল ৯:০০ টা
  • কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
  • এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী ও খন্ডকালীন, ভবিষ্যতে স্থায়ী হওয়ার সুযোগ নেই।
  • চূড়ান্ত সিদ্ধান্ত কলেজ কর্তৃপক্ষের।

📅 বিজ্ঞপ্তির প্রকাশ তারিখ: ২৫ জুন ২০২৫

🔏 অধ্যক্ষ

Previous Post Next Post

Contact Form