একদম নতুন এই আগুনে দিশেহারা হয়ে পড়েছে কোর্তৃপক্ষ। কারন তারা অলরেডি ক্লান্ত এবং অনেক অর্থ ইতোমধ্যে খরচ হয়ে গিয়েছে। তাই নতুন এই আগুন সামাল দিতে পারবেনা বলে জানিয়েছে তারা। এজন্যই প্রত্যেককে তার নিজ নিজ জানমান রক্ষার নিজ দায়িত্বে নেয়ার আহবান করেছে সরকার। ইতিমধ্যে ২২ স্কয়ার কিলোমিটার পুড়ে ছাই করেছে গতকাল থেকে।