ঘটনাটি ঘটেছে হবিগঞ্জে। সেখানকার বাহুবল এলাকায় অটোর ড্রাইভারের সাথে ৫ টাকা ভাড়া নিয়ে ঝগড়া লেগে যায়। ধীরে ধীরে সেই ৫ টাকার ঝগরা ছড়িয়ে পড়ে আশেপাশের ৪ গ্রামে। এক পর্যায়ে সেই ৪ গ্রামের কয়েক হাজার বাসিন্দা যুগ দেয় যুদ্ধে। আহত হয় কয়েকশো। এলাকা ধংসস্তুপে পরিনত হয়েছে।