সরকারি অফিসের রিসেপশনিষ্ট হতে আগ্রহী হলে আবেদন জমা দিন ৩১ তারিখের আগেই on December 27, 2024 Get link Facebook X Pinterest Email Other Apps বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতিবাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন বিল্ডিং, লেভেল-০২, ঢাকা-১০০।নিয়োগ বিজ্ঞপ্তিস্মারক নং-এস,সি,বি,এ-এস/২০২৪-২৫/৫২৭ বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতিতে শূন্য পদের বিপরীতে আর্থিক ও প্রশাসনিক কাজে দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন লোক নিয়োগ দেওয়া হবেক্রমিক নংপদবি ও সংখ্যাশিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাসর্বোচ্চ বয়সবেতন গ্রেড১।প্রধান নির্বাহী কর্মকর্তা (১ জন)মাস্টার্স অথবা সমমান পরীক্ষায় পাস সহ কমপক্ষে ১০ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা (অবসরপ্রাপ্ত আর্মি অফিসারদের অগ্রাধিকার প্রদান করা হবে)৫০ বছর৫২।সিনিয়র আইটি অফিসার (১ জন)বিএসসি (অনার্স), কম্পিউটার সাইন্স/বিএসসি (অনার্স), ইনফরমেশন টেকনোলজি সহ কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা৪০ বছর৯৩ ।সহকারী প্রশাসনিক কর্মকর্তা (১ জন)অনার্স অথবা সমমান পরীক্ষায় পাস সহ কমপক্ষে ৩/৫ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা (ব্যবস্থাপনা ও লোক প্রশাসন বিষয় অগ্রাধিকার পাবে)৪০ বছর১১৪।সহকারী হিসাব রক্ষক (১ জন) বি.কম/বিবিএ (অনার্স), এম.কম/এমবিএ (একাউন্টিং) পাশ সহ কমপক্ষে ৩/৫ বছরের বাস্তব অভিজ্ঞতা।৪০ বছর১১৫।সহকারী লাইব্রেরীয়ান (১ জন)বিএ (অনার্স) এবং লাইব্রেরী সাইন্স (মাস্টার্স) পাশ সহ কমপক্ষে ৩/৫ বছরের বাস্তব অভিজ্ঞতা।৪০ বছর১৩৬।রিসিপসনিস্ট (১ জন)স্নাতক অথবা সমমান পরীক্ষায় পাস সহ কমপক্ষে ৩/৫ বছরের বাস্তব অভিজ্ঞতা। (কম্পিউটার জানা ব্যক্তিদের অগ্রাধিকার দেয়া হবে)৩৫ বছর১৪৭।সিকিউরিটি সুপারভাইজার (১ জন)এইচ. এস. সি অথবা সমমান পাস সহ কমপক্ষে ৩/৫ বছরের অভিজ্ঞতা (অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর ব্যক্তিদের অগ্রাধিকার দেয়া হবে)৫০ বছর১৪৮।সুপারভাইজার (ফুড ও শপ) (১ জন )এইচ.এস.সি অথবা সমমান পাস সহ কমপক্ষে ৩/৫ বছরের অভিজ্ঞতা।৩৫ বছর১৪৯।ইলেক্ট্রিশিয়ান-কাম-এসি টেকনিশিয়ান (১ জন)যেকোন স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেট্রিক্যালে ডিপ্লোমা/ ইলেট্রিক্যাল ট্রেড কোর্স সম্পন্ন সহ কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা।৩৫ বছর১৪১০।স্টোর কিপার (১ জন)এইচ.এস.সি অথবা সমমান পরীক্ষায় পাস সহ কমপক্ষে ৩/৫ বছরের বাস্তব অভিজ্ঞতা।৩৫ বছর১৬১১।সহকারী সুপারভাইজার (ক্রয়) (১ জন)এইচ. এস. সি অথবা সমমান পাস সহ কমপক্ষে ৩/৫ বছরের অভিজ্ঞতা।৩৫ বছর১৬১২।মোয়াজ্জেন, মসজিদ (১জন)আলিম অথবা সমমান পাস সহ কমপক্ষে ৩/৫ বছরের অভিজ্ঞতা।৩৫ বছর১৬১৩।অফিস সহকারী, হিসাব শাখা (১ জন)এইচ.এস.সি অথবা সমমান পাস সহ কমপক্ষে ৩/৫ বছরের অভিজ্ঞতা।৩৫ বছর১৬১৪।পিয়ন, অফিস (১ জন)এস. এস. সি পাস সহ কমপক্ষে ৩/৫ বছরের অভিজ্ঞতা।৩৫ বছর১৭১৫।পিয়ন, লাইব্রেরী (১ জন)এস.এস.সি পাস সহ কমপক্ষে ৩/৫ বছরের অভিজ্ঞতা।৩৫ বছর১৭১৬।খাদেম, মসজিদ (১ জন)দাখিল অথবা সমমান পাস সহ কমপক্ষে ৩/৫ বছরের অভিজ্ঞতা।৩৫ বছর১৮১৭।সিকিউরিটি গার্ড (২ জন)অষ্টম শ্রেণী পাস সহ কমপক্ষে ৩/৫ বছরের অভিজ্ঞতা।৩৫ বছর১৯১৮।ফরাস (মহিলা), এনেক্স ডে-কেয়ার সেন্টার (২ জন)অষ্টম শ্রেণী পাস সহ কমপক্ষে ৩/৫ বছরের অভিজ্ঞতা।৩৫ বছর২০১৯।ফরাস (পুরুষ), লাইব্রেরী ও পুল ক্লাব (২জন)অষ্টম শ্রেণী পাস সহ কমপক্ষে ৩/৫ বছরের অভিজ্ঞতা।৩৫ বছর২০আগ্রহী প্রার্থীদের আবেদন পত্রের সাথে জীবন বৃত্তান্ত পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ফটোকপি, জাতীয় পরিচয়পত্র সহ আগামী ৩১/১২/২০২৪ ইং তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।ই -মেইলঃ scba.bd@gmail.com মোঃ মাহফুজুর রহমান (মিলন)ভারপ্রাপ্ত সম্পাদকসুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি বাংলাদেশ Comments
Comments
Post a Comment